Vromon Bilash কর্তৃক প্রদত্ত যেকোন পরিষেবা ব্যবহার করার পূর্বে দয়া করে মনোযোগ সহকারে আমাদের Terms & Conditions গুলো দেখে নিন৷

Vromon Bilash - এর যেকোন পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে আপনি এই Terms & Conditions এ সম্মতি জ্ঞাপন করতে বাধ্য থাকিবেন ৷ Vromon Bilash যে কোনো কারণে, কোনো পূর্ব নোটিশ ছাড়াই যে কোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে।

  • Vromon Bilash - সিস্টেমের নিরাপত্তা এবং সেইসাথে ক্লায়েন্টদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
  • ক্লাইন্টের দেওয়া বুকিং এর সত্যতা, প্রয়োগযোগ্যতা এবং বৈধতা যাচাই এবং নিশ্চিত করতে Vromon Bilash কর্তৃপক্ষ ক্লাইন্টের ই-মেইল ও মোবাইল নম্বর সংরক্ষণ করার অধিকার রাখে।
  • রিসোর্ট এর ভিতরে সম্পূর্ণরূপে ধুমপান নিষিদ্ধ । শুধুমাত্র রিসোর্টের বাহিরে নির্দিষ্ট স্থান ব্যতীত।
  • রিসোর্টে থাকাকালীন আপনার মালামাল নিজ দায়িত্বে রাখুন। মালামাল হারিয়ে গেলে কিংবা কোনো ক্ষতি হলে রিসোর্ট কর্তৃপক্ষ দায়ী নয়।
  • রিসোর্ট এ থাকাকালীন রিসোর্টের কোনো সম্পদের কোনো প্রকার ক্ষতি হলে রিসোর্টে অবস্থানরত ক্লাইন্টকে তার দায়ভার নিতে হবে এবং জরিমানাস্বরূপ ক্ষতির পরিমাণ সমান অর্থ পরিশোধ করতে হবে ।
  • উপরোক্ত Terms & Conditions ওয়েবসাইটে ভিজিটকারী প্রত্যেকের জন্য প্রযোজ্য। ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনি আমাদের প্রতিটি শর্তে সম্মতি প্রদান করেছেন বলে বিবেচনা করা হবে।